এবারের পুজো একটু অন্য রকম !

এবারের পুজো একটু অন্য রকম !

শরতের আকাশে শ্বেতশুভ্র মেঘের আনাগোনা, নদীর পাশ দিয়ে সাদা কাশ বনের সারি জানান দিচ্ছে শারদীয়া দুর্গাপূজার আগমনী বার্তা। প্রকৃতি সেজে উঠেছে শরতের আবহে। প্রতিমা তৈরি প্রায় শেষ পর্যায়ে, ব্যস্ততা তুঙ্গে। শিউলি ফুলের গন্ধে বিভোর সকলে। এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মা আসছেন মর্ত্যধামে। তবে এবারের দুর্গাপূজা প্রত্যেকের কাছে দু দিক থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত বিগত দুই বছরের করোনার করাল গ্রাস দুর্গাপূজার ক্ষেত্রেও প্রভাব ফেলেছিল, যা এখন কিছুটা শিথিল ফলে উৎসবের তোড়জোড় তো থাকবেই। দ্বিতীয় কারণটি হলো UNESCO দ্বারা এই মহা উৎসবকে হেরিটেজ তকমা প্রদান। ধর্ম এবং শিল্পকলার অভাবনীয় মেলবন্ধন ঘটে বাঙালির এই উৎসবে। জাতি- বর্ণ- ধর্মের ঊর্ধ্বে উঠে সকল মানুষের মহামিলনের দ্বারা সমৃদ্ধ হয় এই উদযাপন। পুজোর দিনগুলিতে প্রকৃত অর্থেই ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’ স্থাপিত হয়। এহেন মহাপুজোকে বিশ্বমঞ্চে উত্তীর্ণ হওয়ায় আমরা উচ্ছ্বসিত, নিঃসন্দেহে এই গৌরব বাঙালির মুকুটে এক নয়া পালক যোগ করলো।
এই বিরল সম্মান বাংলার প্রতিটি মানুষকে যেমন গর্বিত করেছে তেমনি আরো দায়িত্বশীল করে তুলেছে যাতে এই সাংস্কৃতিক উৎসবের উৎকর্ষতা ও পরম্পরা চিরদিন বজায় থাকে।