অবিরাম বর্ষণে দুয়ারে নদী এসে দাঁড়িয়েছিল প্রায়। কিছুদিন প্রকৃতিদেবী রুষ্ট থাকার পর অবশেষে আকাশ পরিষ্কার, রোদের ঝলকানিতে পরিবেশ হাস্যরত। আর আমি সকাল থেকে লেখনীর জন্য উপযুক্ত বিষয়বস্তু খুঁজে চলেছি। টেবিলে পড়ে থাকা সংবাদপত্রের পাতা ওল্টাতে গিয়ে নজরে এলো প্রতিবেদন – চারিদিকে ঘটে যাওয়া বিভিন্ন অশান্তি – অরাজকতার কথা। আশ্চর্য এক মানসিক প্রেরণা অনুভব করলাম, লেখক হিসাবে আমার সামাজিক দায়বদ্ধতা। লেখনী হলো আমার অন্তরের অভিব্যক্তি প্রকাশের মাধ্যম। সেই আবেগ -অনুভবের সত্তাকে কলমের দ্বারা ফুটিয়ে তুলতে প্রস্তুত হলাম। মনে হলো বাইরের সূর্য কিরণের বিচ্ছুরণের মতোই যেন আমার বক্তব্যের স্পষ্টতা উজ্জ্বল হয়ে ওঠে।