যে শিশুরা একদিন জ্ঞানগরিমায়……..

যে শিশুরা একদিন জ্ঞানগরিমায়……..

শিশু হবার ভরসা আবার
জাগুক আমার প্রাণে,
লাগুক হাওয়া নির্ভাবনার পালে…
যে শিশুরা একদিন জ্ঞানগরিমায় বড়ো হয়ে দেশকে বিশ্বের দরবারে উন্নীত করবে তাদের এক বিরাট অংশ পথশিশু রূপে ঠায় নিয়েছে দেশেরই পথে পথে। ক্ষুধা, দারিদ্র্য ও বিবিধ কারণে তারা সমাজের মূলস্রোত থেকে হারিয়ে যাচ্ছে। কেউ মাদকাসক্ত হয়ে পড়ছে, আবার কেউ পাচার হয়ে যাচ্ছে। অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ার প্রবণতাও বাড়ছে এদের মধ্যে।
সাম্যের অধিকার, শিক্ষার অধিকার, মৌলিক অধিকারগুলো থেকে পথশিশুরা চিরতরে বঞ্চিত। এছাড়া রয়েছে তাদের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি। দায় সমাজের, সরকারের। শুধু বিভিন্ন সরকারি বা বেসরকারি সংস্থাগুলো পরিকল্পনা গ্রহণের ঢাক পেটালেই হবে না, তার যথাযথ বাস্তবায়ন একান্ত কাম্য। এই বঞ্চিত শিশুদের খাদ্য, বস্ত্র, পুনর্বাসন, শিক্ষার চাহিদা মেটানো অত্যন্ত দরকার। আমাদের মনে রাখতে হবে যেদিন এই শিশুদেরকে ভিক্ষার, করুণার পাত্র মনে না করে তাদের সমাজের মেরুদন্ড ভাবা হবে সেদিন এরা প্রকৃতপক্ষে আর নিজেদের বঞ্চিত মনে করবে না।